কিয়েভ শনিবার রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে, যা সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে মস্কোর সেনারা পূর্ব ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে নতুন একটি গ্রাম দখল করেছে।
তাতারস্তান প্রজাতন্ত্রের ১৩ লাখের বেশি জনসংখ্যার রাজধানী কাজানে এদিন ড্রোন হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
কাজান সিটি হল জানিয়েছে, কিছু স্থানে আগুন লেগেছিল, যা ফায়ার ব্রিগেড নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া কাজানের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া জানিয়েছে।
হামলার কারণে কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাতারস্তানের সব প্রধান জনসমাবেশ বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে ড্রোনগুলোকে উঁচু ভবনে আঘাত করতে এবং বিস্ফোরণের পর আগুনের গোলা ছড়িয়ে পড়তে দেখা গেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন নিয়মিত রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করছে।
তবে এ হামলা নিয়ে কিয়েভ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তাতারস্তান প্রজাতন্ত্রের নেতা রুস্তাম মিনিখানোভ টেলিগ্রামে পোস্টে বলেন, ‘আজ কাজান বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে। এর আগে শিল্প স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। কিন্তু এখন শত্রু সকালেই বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে।’
কমপক্ষে আটটি ড্রোন শনাক্ত করা হয়েছে বলে মিনিখানোভের প্রেস সার্ভিস জানিয়েছে।
পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে কাজানে ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করার অভিযোগ করে। মন্ত্রণালয় জানিয়েছে, ছয়টি ড্রোন নিস্ক্রিয় বা ধ্বংস করা হয়েছে। তবে ঠিক কতটি ড্রোন হামলায় অংশ নিয়েছিল তা জানানো হয়নি।
এদিকে রুশ সেনারা পূর্ব ইউক্রেনের কুরাখোভে শহরের কাছে একটি নতুন গ্রাম দখল করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনারা কুস্তান্তিনোপলস্কে গ্রামটি ‘মুক্ত’ করেছে, যা কুরাখোভে থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত। কুরাখোভে একটি শিল্পশহর, যা রাশিয়ার লক্ষ্যবস্তু।
এর আগে রাশিয়া শুক্রবার কিয়েভে হামলা চালায়, যেখানে একজন নিহত ও ১৩ জন আহত হয় বলে শহরের কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি ইউক্রেনের একটি হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে পাঁচজন নিহত হয় বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।
গুপ্তচরবৃত্তির সাজা
অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, রুশ সেনাবাহিনী সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য পাঠানোর জন্য এক ব্যক্তিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯৩ সালে জন্মগ্রহণকারী ওই ব্যক্তিকে ‘রাষ্ট্রদ্রোহ’ ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এফএসবি জানিয়েছে, তদন্তে নিশ্চিত হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গোপন সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছিলেন। তার বিরুদ্ধে রুশ সেনাদের পরিচয় ও অন্যান্য ব্যক্তিগত তথ্য পাঠানোর অভিযোগ আনা হয়। তিনি ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন।
এ ছাড়া উরালস অঞ্চলের ওরেনবার্গের একটি আঞ্চলিক আদালত কঠোর নিরাপত্তা থাকা কারাগারে তার দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন বলে এফএসবি জানিয়েছে। সংস্থাটি তাকে ঘিরে রাখা এজেন্টদের ও আদালতে তার ছবি প্রকাশ করেছে। যুদ্ধের শুরু থেকে রাশিয়ার আদালত রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ ও ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য একাধিক দীর্ঘমেয়াদি কারাদণ্ড দিয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন