সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম।।
জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন এর জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত ২ ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণী পযর্ন্ত প্রায় ১৫০০ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। স্কলার্স ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মেরাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্হাপনায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, যুকরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার, সাংবাদিক ও স্কলার্স ফাউন্ডেশন এর উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন স্হানীয় এবং আঞ্চলিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদদাতারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন