১৮ বছর পর ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হার বার্সার

আলেকজান্ডার সরলোথের শেষ মুহূর্তের গোলে নাটকীয় এক জয় পেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার লা লিগায় তারা ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে আবার উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষেও।

অ্যাটলেটিকো মাদ্রিদের যেন স্বপ্নের যাত্রা চলছে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতলো তারা।

 

সেইসঙ্গে কাটলো বড় এক আক্ষেপ। বার্সেলোনার মাঠে ১৮ বছরের মধ্যে যে প্রথমবার জয় নিয়ে ফিরলো ডিয়েগো সিমিওনের দল।

১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে অ্যাটলেটিকো। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সা। টানা তিন ম্যাচ জয়শূন্য তারা।

 

অথচ ঘরের মাঠে শুরুটা ভালোই ছিল বার্সার। ম্যাচের আধ ঘণ্টার মাথায় গাভির সঙ্গে ওয়ান টু পাসে বক্সে ঢুকে পড়েন পেদ্রি, নিচু শটে পরাস্ত করেন গোলরক্ষক ইয়ান ওবলাককে।

দাপট দেখিয়ে খেললেও ব্যবধান আর বাড়াতে পারছিল না স্বাগতিকরা। বিরতির পর রাফিনহার চিপ শট লেগে যায় ক্রসবারে, ফেরমিন লোপেজের কাছে থেকে নেওয়া শট আটকে দেন ওবলাক। ছয় গজ বক্সে বল পেয়েও দুর্বল শটে সুযোগ নষ্ট করেন রবার্ট লেওয়ানডস্কি।

মার্ক কাসাদো ভুলের সুযোগ নিয়ে ৬০তম মিনিটে এসে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। বক্সে আরেক আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের পাস ব্যাক-হিল ফ্লিকে ক্লিয়ারের চেষ্টায় পারেননি কাসাদো। বল পেয়ে ডি পল বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান।

 

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় সমতায়। ইনজুরি টাইমে ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সোরলথ।

 

ডানদিক থেকে নাহুয়েল মলিনার পাস থেকে বল জালে জড়িয়ে দেন সোরলথ। এই গোলই ২০০৬ সালের পর বার্সার মাটিতে অ্যাটলেটিকোর প্রথম জয় নিশ্চিত করে দেয়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন