মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা উচ্চবিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা উচ্চবিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) আন্তঃকুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

 

 

 

রেডস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে ও রেডসের সেক্রেটারি নোমান বিন লতিফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জাকির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমানের প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে গুণগত এবং মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সলিম উদ্দিন, উপাধ্যক্ষ যোবায়ের আহমদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক এ,কে,এম মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক এ.কে. এম তাহিরুল হক, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, মো. মুহিবুর রহমানসহ রেডসের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন