আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও ২ মাসের মত সময় বাকি। এই দুই মাস আগেই আইসিসির এই ইভেন্টের জন্য দল ঘোষণা করে দিলো ইংল্যান্ড। সে সঙ্গে আইসিসি ট্রফির আগে জানুয়ারিতে ভারত সফরের জন্যও দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তবে ইংল্যান্ড দলে নেই বেন স্টোকস। নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন তিনি। তাই স্টোকসকে রাখা হয়নি ভারত সফরের কিংবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
জানুয়ারিতে ভারতের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিও ৫০ ওভারের প্রতিযোগিতা। দু’টি একদিনের প্রতিযোগিতার জন্য একটিই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করা হয়েছে। দু’টি দলে অবশ্য একটিই পরিবর্তন রয়েছে। দু’টি দলেরই অধিনায়ক জস বাটলার।
ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জো রুট। সর্বশেষ ২০২৩ সালের ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তারপর থেকে ইংল্যান্ডের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে দেখা যায়নি তাকে। ভারতে খেলার অভিজ্ঞতার কারণে রুটকে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে তিনি নেই। তার পরিবর্তে জায়গা পেয়েছেন রেহান আহমেদ। ১৭ জানুয়ারি ভারতে আসছে ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৫ জানুয়ারি চেন্নাই, ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুণে ও ২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে হবে পরের চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
৬ ফেব্রুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ নাগপুরে। ৯ ফেব্রুয়ারি চেন্নাই ও ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে পরের দু’টি ম্যাচ। সূচি ঘোষণা না হলেও ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থাৎ, ভারতে খেলে সরাসরি পাকিস্তানে চলে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন