আবেদনময়ী পূজা, যা বললেন অপু বিশ্বাস

ঢালিউডের এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরীকে নিজের ছোট বোন বলেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।

৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী। নতুন লুকে পূজার উপস্থাপনা ও নাচের তারিফ করছেন ভক্ত-অনুরাগীরা।

 

সেই গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে তিনি লিখেছেন, ‌‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’

সেখানে মন্তব্য করে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।’

 

jagonews24
‘প্রেমের দোকানদার’ গানে পূজা চেরি। ভিডিও থেকে

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন।

 

‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন