আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান, হবিগঞ্জের নবীগঞ্জের কৃতি সন্তান এনটিভি ইউরোপের ব্যুরোচীফ সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু'র দাদী ফজিরুন্নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১শ বছর। মৃত্যুকালে তিনি'র ৫ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য নাতী- নাতনী, আত্মীয়- স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ৩ পুত্র, ২ কন্যা লন্ডন প্রবাসী ও ১ কন্যা পর্তুগাল প্রবাসী। তিনি ব্যক্তি জীবনে ছিলেন, অত্যন্ত ফরহেজগার, দানশীল, পরোপকারী ও একাধিকবার পবিত্র হজ্জ ও উমরাহ পালন করেছেন।
তিনির মৃত্যুর সংবাদ পেয়ে সু-দূর লন্ডনী থেকে তার
নাতি- নাতনিরা দেশে ছুটে এসেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তিনির
মুরহুম স্বামী আতাউর রহমান চৌধুরী ও তিনির বড় পুত্র শামসুল হক চৌধুরী'র কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
জানাজার নামাযে বিভিন্ন স্থান থেকে আসা সহস্র মুসল্লীগন, সাংবাদিক, জনপ্রতিনিধি, কয়েকটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার শোকার্ত মানুষ অংশ গ্রহণ করেন৷ উক্ত নামাজের জানাযায় ইমামতি করেন, মরহুমার ভাইপুত হাফেজ হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সভাপতি এস,আর চৌধুরী সেলিম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিটু, এটি এম. সালাম, মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম. এ বাছিত, মোঃ আলমগীর মিয়া, সহ সভাপতি এম.এ মুহিত, নির্বাহী সদস্য শাহ্ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, আশাহীদ আলী আশা, আবু তালেব, নাবেদ মিয়া, আলাল মিয়া, নাজমুল ইসলাম সাগর, ইকবাল হোসেন তালুকদার সহ সকল সদস্যবৃন্দ, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী বকুল মিয়া, ইঞ্চিনিয়ার হুমাউন কবির, ব্যবসায়ী ফরিদ মিয়া, রোজু মিয়া, সুমন চৌধুরী, মুরুব্বি বাছিদ জৌকার, পলাশ চৌধুরী,
ফজিরুন্নেছা চৌধুরী'র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, এনটিভি'র চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, জিবি টিভি ও জিবি নিউজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক রাকিব রোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এনটিভির পরিচালক মোস্তফা সরওয়ার বাবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নাহিজ, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন