কোয়ালিফায়ার ১-এর মতো ফাইনালেও রংপুরের সঙ্গে পারলো না ঢাকা মেট্রো। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ট্রফি উঠলো রংপুরের হাতেই। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর দল।
বোলারদের রাজ করা ফাইনালে ৬৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়েছিল রংপুর। শেষ পর্যন্ত ১১.২ ওভারে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে।
দুই পেসার আলাউদ্দীন বাবু (৩/১২) আর মুকিদুল ইসলাম মুগ্ধ (৩/১২) ঘাসযুক্ত উইকেটে প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণে বিধ্বস্ত ঢাকা মেট্রো অলআউট হয়ে যায় মাত্র ৬২ রানে।
প্রথম সেশনের মতো অত না হলেও পরের সেশনেও বল এদিক-ওদিক মুভ করেছে। ঢাকা মেট্রো পেসার আবু হায়দার রনি রংপুর টপ অর্ডারের ওপর খানিক প্রভাব বিস্তার করেন। তাতে ইনিংসের অর্ধেকটা খোয়া গেলেও রংপুরের জয় ঠেকাতে পারেননি ঢাকা মেট্রো বোলাররা। কী করে পারবেন? পুঁজি যে মাত্র ৬২!
ওই সামান্য কটা রান নিয়ে তো আর প্রতিপক্ষকে অলআউট করা ছাড়া জেতা সম্ভব না। তাই খানিক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত ইনিংসের অর্ধেকটা হাতে রেখে ১১.২ ওভারেই জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ। অলরাউন্ডার তানবীর হায়দার ১৪ আর এনামুল ১৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন।
রবিন লিগে যে দলটিকে মনে হচ্ছিল দুর্দমনীয়, সেই ঢাকা মেট্রো কোয়ালিফায়ার ১-এ এসে রংপুর বিভাগের কাছে হেরে গিয়েছিল। তারপর কোয়ালিফায়ার ২-এ খুলনাকে হারিয়ে ফাইনালে উঠে আবার রংপুরের সামনে কেমন যেন আড়ষ্ট, জবুথবু নাইম শেখের ঢাকা মেট্রো।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আকবর আলীর রংপুরের বোলারদের শানিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। মাত্র ৬২ রানেই শেষ হয়ে যায় ঢাকা মেট্রোর ইনিংস।
রংপুরের দুই পেসার আলাউদ্দীন বাবু আর মুকিদুল ইসলাম মুগ্ধ নতুন বলে ঢাকা মেট্রোর ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে উড়ন্ত সূচনার বদলে ঐ ৬ ওভারেই ১৮ রানে ইনিংসের অর্ধেকটা খুইয়ে ব্যাকফুটে চলে যায় ঢাকা মেট্রো।
দলটির প্রথম ৭ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অংকে পৌঁছাতে সক্ষম হন শুধু শামসুর রহমান শুভ। জাতীয় দলের এ সাবেক টপ অর্ডারের ব্যাট থেকে আসে ১৪ (২৮ বলে) রান এবং পরবর্তীতে সেটাই ঢাকা মেট্রোর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সেখান থেকে আর সামনে বেরিয়ে আসা সম্ভব হয়নি। একজন ব্যাটারও মাথা তুলে দাঁড়াতে পারেননি।
মাত্র ১৩ রানে আউট হলেও ঢাকা মেট্রোর পেস বোলার কাম লেট অর্ডার আবু হায়দার রনি শেষ দিকে একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেও পারেননি। আরেক পেসার শহিদুলের সাথে সিঙ্গেলস নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন হাত খুলে খেলার সামর্থ্য রাখা আবু হায়দার রনি।
ঢাকা মেট্রো: ১৬.৩ ওভারে ৬২/১০ (ইমরানউজ্জামান ৪, নাইম শেখ ০, আনিসুল ইসলাম ইমন ৩, শামসুর রহমান শুভ ১৪, আমিনুল ইসলাম বিপ্লব ০, গাজী তাহজিবুল ২, মোসাদ্দেক হোসেন সৈকত ৬, আবু হায়দার রনি ১৩; আলাউদ্দীন বাবু ৩/১২, মুকিদুল ইসলাম মুগ্ধ ২/১২, রবিউল ১/৯, চৌধুরী রেজওয়ান ১/১২, আরিফ ১/১৪)।
রংপুর: ১১.২ ওভারে ৬৫/৫ (চৌধুরী রিজওয়ান ৯, আব্দুল্লাহ আল মামুন ২, নাইম ইসলাম ০, তানবীর হায়দার ১৪ অপরাজিত, আকবর আলী ০, আরিফুল হক ১৪, এনামুল হক ১৪ অপরাজিত; আলিস আল ইসলাম ২/১৩, আবু হায়দার রনি ১/৮ ও রাকিবুল ১/২৪)।
ফল: রংপুর বিভাগ ৫ উইকেটে জয়ী।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন