জিবি নিউজ প্রতিনিধি//
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।
পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় জানান, পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ ও অষ্টম শ্রেণির ৬৩ জনসহ মোট ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন