ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের বিজয় দিবস ‘২৪ পালন

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকের উদ্যোগে ২১শে ডিসেম্বর ২০২৪, শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রেইডি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ এর রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

৭১ এর শহীদ পরিবারের সন্তান প্রশান্ত পুরকায়স্থ বিইএম-এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, প্রাক্তন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রাক্তন সভাপতি মারুফ আহমেদ চৌধুরী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী সৈয়দ এনাম ইসলাম, মাহফুজা রহমান ও শাহাব আহমেদ বাচ্চু।

বক্তারা আবেগঘন কণ্ঠে যুদ্ধকালীন অভিজ্ঞতার বেদনাবিধুর মুহূর্তসমূহের স্মৃতিচারণ করেন ।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্যবোধের সম্ভাব্য অবমূল্যায়ন, সংবিধান পুনর্লিখন, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ইত্যাদি পরিবর্তনের প্রস্তাব ও পরিকল্পনার প্রয়াসে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা ।

বক্তাগন অচিরেই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির অবসান ও সকলের শান্তিপূর্ণ সহাবস্থান এবং অসাম্প্রদায়িকতা সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক সম্পাদক রীপা রাকীবের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন মিজানুর রহমান।

সঙ্গীত পরিবেশন করেন রীপা রাকীব, কাজী কল্পনা, তামান্না ইকবাল, সাইদা চৌধুরী, সুবর্ণা ও শিবলু রহমান। কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান, সৈয়দ ইকবাল, মোহাম্মদ কামরুল হাসান ও মুক্তিযুদ্ধভিত্তিক স্বরচিত একাঙ্কিকায় অভিনয় করেন জর্জ মার্টিন।

অনুষ্ঠান শেষে নৈশভোজে যোগ দেন সবাই ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন