ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ডের সুরক্ষায় ব্যয় বাড়াচ্ছে ডেনমার্ক

গ্রিনল্যান্ডে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ডেনমার্ক। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পরপরই এই ঘোষণা দিলো ড্যানিশ সরকার।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন জানিয়েছেন, এই নতুন প্যাকেজে অন্তত ১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এই তহবিলের মাধ্যমে গ্রিনল্যান্ডে দুটি নতুন পরিদর্শন জাহাজ, দূরপাল্লার দুটি ড্রোন এবং দুটি অতিরিক্ত কুকুর টিম কেনা হবে। পাশাপাশি, নুকে অবস্থিত আর্কটিক কমান্ডের কর্মী সংখ্যা বৃদ্ধি এবং একটি বিমানবন্দর এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনার জন্য উন্নত করা হবে।

 

তিনি বলেছেন, আমরা বহু বছর ধরে আর্কটিকে প্রয়োজনীয় বিনিয়োগ করিনি। এখন সেখানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছি।

 

ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা থেকে ইউরোপে সংক্ষিপ্ততম পথের কারণে এবং প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এটি যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বব্যাপী স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে আসা একান্ত প্রয়োজন।

তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে এই মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা অব্যাহত রাখা উচিত।

 

ড্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা প্যাকেজের মোট বাজেট প্রায় ১২শ থেকে ১৫শ কোটি ক্রোন হতে পারে।

 

উল্লেখ্য, ২০১৯ সালে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনমার্কের তৎকালীন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এটিকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছিলেন। ওই মন্তব্যের পর ট্রাম্প ডেনমার্কে তার নির্ধারিত সফর বাতিল করেন।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন