অপুর সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি গিয়েছিলেন শাকিব!

জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন শাকিব খান। অবশ্য ব্যক্তিগত ঝামেলাতেও কম জড়াননি তিনি। দুই বিয়ে ও দুই সন্তান নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। ভালোবেসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। এর পরই পাল্টে যায় শাকিব-অপুর জীবনের মোড়।

 

কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা।

একই বছর গণমাধ্যমে পুত্রসন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। যদিও এসব এখন পুরনো হয়ে গেছে। তবু মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু।

 

সম্প্রতি কালের কণ্ঠের বিশেষ আয়োজন ‘বিশ্বাসে মেলায় বন্ধু’ অনুষ্ঠানে এসে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা শেয়ার করেন এই নায়িকা।

তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব।

 

সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, ‘একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায়, তারা চ্যাংড়াবান্ধা বর্ডারে আছে। আমি বললাম, মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজো বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল।

 

তিনি আরো বলেন, ‘শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।’

চিত্রনায়িকা বলেন, ‘শাকিব অনেক সহজ-সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনো কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে- চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কিভাবে সম্ভব! এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব।’

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল? এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল! সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন