প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার

দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার। প্রকাশের পরই দর্শকদের বার্তা দিল টিজারটি, বেশ জমকালো ধামাকা আসতে চলেছে পর্দায়।

প্রি-টিজারের শুরু হয় ভবানী পাঠকের দুর্ধর্ষ লুক দিয়ে।

এই চরিত্রে যেন প্রসেনজিৎ চ্যাটার্জি সমার্থক হয়ে উঠেছেন। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। প্রথম লুকেই সাড়া ফেলে দেন সুপারস্টার।

এই চরিত্রের জন্য নিজেকে পুরো পাল্টে ফেলেছেন তিনি।

 

5

টিজারে শ্রাবন্তীকে প্রথমে দেখা যায় প্রফুল্লর রূপে। এই প্রফুল্লই ভবানী ঠাকুরের আশীর্বাদে চোখের জল মুছে হয়ে ওঠে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’। মাত্র ৫৫ সেকেন্ডের প্রি-টিজারটি দেবী চৌধুরানীর গল্পের প্রাথমিক বার্তা দিয়েছে দর্শকদের।

সেই সঙ্গে সংগীত পরিচালক বিক্রম ঘোষের মিউজিক প্রশংসা করার মতোই।

 

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। দোর্দণ্ডপ্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন, এবার শ্রাবন্তীর পালা। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে কোনও কমতি রাখেননি শ্রাবন্তী।

ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। আবার শিখেছেন যুদ্ধকলা।

 

শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে সিনেমার শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা। ২০২৫ সালের ১ মে মুক্তি পাবে সিনেমাটি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন