ইন্টার মায়ামির তারকা ফুটবলার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে নিয়ে পুরো আর্জেন্টিনার সমর্থকরা একমত নয়। যেমন, বোকা জুনিয়র্স কিংবদন্তি এবং ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য হুগো অরল্যান্ডো গাত্তি সম্প্রতি মেসির তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন যে মেসি জাতীয় দলে ‘বিশেষ কোনো খেলোয়াড় না’।
আর্জেন্টিনার গণমাধ্যম ‘লা নাসিওন’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে গাত্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতি তার অগাধ ভক্তির কথা স্বীকার করেন, তবে মেসির ক্ষেত্রে তিনি সেই অনুভূতি প্রকাশ করতে পারেননি।
গাত্তির মতে, মেসি বার্সেলোনায় এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে কখনো কঠিন পরিস্থিতিতে পড়েননি।
‘আমি মেসিকে অপছন্দ করি না, কিন্তু তার পথচলা অনেক সহজ ছিল। আমি তাকে বার্সেলোনায় খেলতে দেখেছি, যেখানে রেফারিরা সবসময় তার পক্ষেই বাঁশি বাজাত। তার চারপাশে সবসময় এমন সব দুর্দান্ত খেলোয়াড়রা ছিল, যারা মূলত তার জন্যই খেলত,’-বলেছেন গাত্তি।
জাতীয় দলে মেসির ভূমিকা নিয়ে প্রশ্ন গাত্তির
মেসি যদিও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার পরিকল্পনা করছেন এবং দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন, তবুও গাত্তি মনে করেন, ‘মেসি হয়তো বিশ্বকাপে অংশ নেবেন, কিন্তু তিনি জাতীয় দলের জন্য বিশেষ কোনো খেলোয়াড় না। কারণ তিনি এখন যুক্তরাষ্ট্রের ‘ফার্মার্স লিগ’ (এমএলএস)-এ খেলছেন।’
দিবু মার্তিনেজকে প্রকৃত তারকা দাবি গাত্তির
গাত্তির মতে, ২০২২ বিশ্বকাপের আসল তারকা ছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। গাত্তির মতে অ্যাস্টন ভিলার গোলরক্ষকই আর্জেন্টিনা দলের সেরা খেলোয়াড়।
গাত্তি বলেন, ‘দিবুর গতিবিধি ২০ বছর বয়সীদের মতো, কিন্তু আমি দেখতে চাই, প্রতিকূলতার মুখোমুখি হলে তিনি কীভাবে সামলান। এখন পর্যন্ত তার জন্য এটি শুধু সাফল্যের গল্প।’
মেসি বনাম রোনালদো: গাত্তির পছন্দ সিআরসেভেন
মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা নিয়ে প্রশ্নের উত্তরে গাত্তি নির্দ্বিধায় পর্তুগিজ তারকাকে বেছে নিয়েছেন। তার মতে, সৌদি প্রো লিগ এমএলএস-এর চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ।
‘সৌদি প্রো লিগে খেলা অনেক কঠিন।
বিশ্বের বড় বড় তারকারা এখন এই লিগে খেলে। তারা আপনাকে তাড়া করে সবসময়। যদিও রোনালদোর গতি এখন সীমাবদ্ধ হয়ে গেছে, তবুও তিনি এক বিস্ময়। এই সীমাবদ্ধ রোনালদোকেও আমি মেসির চেয়ে ভালো মনে করি। মেসি কোথায় খেলেছেন? বার্সেলোনা আর আর্জেন্টিনা জাতীয় দলে। তিনি অন্য ক্লাবে, অন্য দেশে খেলার চ্যালেঞ্জ করেননি কখনো, যদিও তার সুযোগ ছিল,’- বলেন গাত্তি।
মেসির বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে গাত্তি আরো বলেন, ‘২০২২ বিশ্বকাপে মেসিকে একবারও আঘাত করা হয়নি। আলফ্রেডো ডি স্টেফানোর মতো করে বলি, ফুটবলে, যদি আপনাকে খেলতে দেওয়া হয়, তবে আপনি প্রতিদিন খেলবেন। অন্যদিকে, ম্যারাডোনাকে প্রায় আঘাত করা হতো। তাকে সবসময় ফাউল করা হতো, আর প্রতিবার মাটিতে পড়ে তিনি আবার উঠে দাঁড়াতেন। কিন্তু মেসিকে স্পর্শ করলেই তিনি পড়ে থাকেন।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন