দীর্ঘ ৯ বছর পর আবারও হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টকে ঘিরে তাই বাড়তি উন্মাদনা শুরু হয়েছে। যদিও আইসিসির টুর্নামেন্টটি শুরু হতে এখনো দুই মাসের মতো বাকি। তবে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এই উন্মাদনা বাড়িয়ে দিয়েছে ভারত-পাকিস্তানের অনড় অবস্থান।
শেষ পর্যন্ত অবশ্য ‘হাইব্রিড মডেলে’ ঐকমত্যে পৌঁছায় দুই দল।
ভারত-পাকিস্তান সমঝোতা হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে আইসিসি। আজ টুর্নামেন্টের যে পাঁচ ম্যাচে সবার চোখ থাকতে পারে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই তালিকায় আফগানিস্তানের ম্যাচ থাকলেও নেই বাংলাদেশের কোনো ম্যাচ।
চলুন, দেখে নেওয়া যাক ‘মাস্ট ওয়াচের’ পাঁচ ম্যাচ।
পাকিস্তান-ভারত, দুবাই (২৩ ফেব্রুয়ারি)
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস এক লড়াই। আর তা যদি আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্টে হয় তাহলে তার উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।
আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে হতে যাওয়া ম্যাচকে ‘মাস্ট ওয়াচে’ রেখেছে আইসিসি। সর্বশেষ ২০১৭ সালের টুর্নামেন্টে ভারতকে হারিয়েই আবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তবে পরিসংখ্যানে ঢের এগিয়ে ভারত। আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের ২ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৯টিতে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি (২৫ ফেব্রুয়ারি)
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের কাছে গ্রুপ পর্বে ১৩৪ রানে হারা অস্ট্রেলিয়া পরে শেষ চারে শোধ নেয়। ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপও জেতে তারা। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানেই দুর্দান্ত লড়াই। রাওয়ালপিন্ডিতে এবারো সেই লড়াই দেখার অপেক্ষায় থাকবেন দর্শক-সমর্থকরা।
আফগানিস্তান-অস্ট্রেলিয়া, লাহোর (২৮ ফেব্রুয়ারি)
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ইনিংসের কথা মনে আছে। এটা অবশ্য যারা দেখেছেন তাদের ভোলার কথা নয়! বিশ্বকাপের তো অবশ্যই ক্রিকেটরই সেরা ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। আফগানিস্তানের জয় যখন সময়ের ব্যাপার তখন একাই অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান এই অলরাউন্ডার। ইনিংসের মাহাত্ম্য আরো বাড়ে যখন এক পা ঠিক মতো মাটিতে রাখতে না পারা ম্যাক্সওয়েল অবলীলায় বলকে গ্যালারিতে আঁছড়ে ফেলছেন। এ বছর অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়ে সেই প্রতিশোধ নেয় তারা। এবারো তেমনি কিছু হয়তো অপেক্ষা করছে।
দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, করাচি (১ মার্চ)
আইসিসির টুর্নামেন্টে বরাবরই ফেবারিট দল দক্ষিণ আফ্রিকা। শুধু কপালে জোটে না তাদের শিরোপা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই যেমন দারুণ খেলেও ভারতের কাছে হেরে হতাশ হতে হয় তাদের। ওয়ানডে সংস্করণের বিশ্বকাপে শেষ চারে বেশ কবার জায়গা পেলেও ফাইনালে ওঠা হয় না তাদের। সেই দক্ষিণ আফ্রিকা এবার নিশ্চিতভাবেই এই হতাশাকে পেছনে ফেলতে চাইবে। এ জন্য অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডের বাধাও টপকাতে হবে তাদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে খেলা ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড করাচিতে তাদের সেই সুযোগ দিবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
নিউজিল্যান্ড-ভারত, দুবাই (২ মার্চ)
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই হয় ভারত। সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই দলের সাম্প্রতিক লড়াইকে মাথায় রেখেই ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায় রেখেছে আইসিসি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন