প্রথমবারের মতো ঢাকায় 'এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪'

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বছরের সবচেয়ে বড় আয়োজন 'এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪'। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

 

 

প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম 'গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড'-এর প্রেসিডেন্ট মো. শাহীদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, গ্লোবাল এনআরবি চেম্বারের সেক্রেটারি হেমি হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম।

 

 

এই আয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশ নিচ্ছেন।

তাদের মধ্যে আছেন, উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদসহ অনেক শ্রেণি-পেশার প্রবাসী। পাশাপাশি এ আয়োজনে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতি নির্ধারকরাও অংশ নিচ্ছেন।

 

দিনব্যাপী এই সামিটে থাকছে নানা আয়োজন। আছে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরো বিস্তৃত এবং অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, ট্যুরিজম, আবাসন, রপ্তানিসহ বিষয়ভিত্তিক সেমিনার।

সেখানে আলোচক হিসেবে থাকছেন সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া এবারের আয়োজন থেকে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

 

 

 

এনআরবি ওয়ার্ল্ড সামিট-এর আয়োজক গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন