সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফলে সেই ভবনগুলোতে ওঠার জন্য বন্ধ রয়েছে লিফটগুলো। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। যেসব ভবনে বিদ্যুৎ আছে, সেসব ভবনে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।

 

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত অনেক দপ্তরেই কার্যক্রম শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবনটি পরিষ্কার করা হচ্ছে।


 

পরিষ্কার-পরিচ্ছন্নতার পর বিদ্যুৎ লাইন পরীক্ষা-নিরীক্ষা করে আবার সংযোগ দেওয়া হবে জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) রমনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহসীন আব্দুল্লাহ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যুৎ বিতরণ বন্ধ করেছি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি ছিটিয়েছেন, এতে করে অনেক কক্ষের আসবাবপত্রসহ সব কিছু ভেজা অবস্থায় রয়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। তাই গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।

 

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে।’ সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।


 

অগ্নিকাণ্ডের পর সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন