১৯ বছর বয়সে টেস্ট অভিষেকেই আলো ছড়ালেন স্যাম কনস্টাস। গড়লেন ইতিহাস। টিনএজার এই ওপেনারের সাহসী ব্যাটিং দেখেই যেন মেজাজ হারিয়ে ফেললেন বিরাট কোহলি। ১৯ বছরের কনস্টাসকে জোরেসোরে ধাক্কাই দিয়ে বসেন ৩৬ বছরের কোহলি। যা নিয়ে দিন শেষেও আলোচনা।
এদিকে জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং করেছেন, আবার তাকে রিভার্স সুইপে ছক্কা হাঁকানোসহ এক ওভারে রেকর্ড রানও নিয়েছেন অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনার কনস্টাস।
সবমিলিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ছিল নানা নাটকীয়তায় ঘেরা। প্রথম চার ব্যাটারের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
ক্রিজে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংস কতদূর এগোবে, সেটা নির্ভর করছে অভিজ্ঞ এই ব্যাটারের ওপরই।
মেলবোর্নে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস আর উসমান খাজা উদ্বোধনী জুটিতে তোলেন ৮৯ রান। মারমুখী কনস্টাস ৬৫ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬০ রান।
এর মধ্যে বুমরাহর এক ওভারে নেন ১৮। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুমরাহর। কনস্টাসের রিভার্স সুইপে প্রায় তিন বছর এবং ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও হলো বিশ্বের এক নম্বর বোলারের।
বরাবরের মতো দেখেশুনে ১২১ বলে ৫৭ রানের টেস্ট ইনিংস খেলেন খাজা। মার্নাস লাবুশেন ১৪৫ বলে করেন ৭২।
একটা সময় ২ উইকেটেই ২৩৭ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে আর ৯ রান তুলতে হারায় ৩ উইকেট। ট্রাভিস হেডকে শূন্য রানে বোল্ড করার পর মিচেল মার্শকেও ৪ রানে উইকেটরক্ষকের ক্যাচ বানান বুমরাহ। অ্যালেক্স ক্যারে আউট হয়েছেন ৩১ করে।
দিনশেষে ৬৮ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। তার সঙ্গে ৮ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক প্যাট কামিন্স।
জাসপ্রিত বুমরাহ ৩টি এবং আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর নেন একটি করে উইকেট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন