মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :বাইরে তার নামের আগে ‘ভাইস প্রেসিডেন্ট’ তকমা লাগলেও ঘরে আছেন সেই আগের মতোই।আমেরিকার সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিশেষ বিশেষ দিনগুলোতে এখনো সব কাজ ফেলে ঢুকে পড়েন রান্নাঘরে। নিজের হাতে রান্না করেন প্রিয় খাবার। ২৫ নভেম্বর বুধবার থ্যাঙ্কস গিভিং ডের আগের দিন একটি রেসিপি শেয়ার করেন তার নিজের ইনস্টাগ্রামে। থ্যাঙ্কস গিভিং ডের বিশেষ দিনে কর্নব্রেড ড্রেসিং খাবারটা পরিবারের সবাই মিলে খুব উপভোগ করেন। তাই প্রতিবছর প্রিয় পদটা নিজের হাতে তৈরি করেন কমলা হ্যারিস। এবার সোশ্যাল মিডিয়ায় নিখুঁতভাবে তুলে ধরলেন সেই রেসিপি। ধাপে ধাপে কীভাবে কর্নব্রেড, স্পাইসি পর্ক, সসেজ, আপেল কুচি, সেলেরি, মাখন, রোজমেরি, পার্সলে দিয়ে এই পদ তৈরি করতে হয় লিখে দিয়েছেন। কমলা লিখেছেন, ‘এ বছর আমি আমার পরিবারের একটি প্রিয় থ্যাঙ্কস গিভিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি, যখনই আপনারা এই রান্নাটা করতে পারবেন, তখনই এই রান্নাটা সেই উষ্ণতা এনে দেবে, যা আমার জীবনে এনেছে। এমনকি যখন আমি প্রিয়জনদের থেকে দূরে থেকেছি, তখনো এনেছে।’ এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে রান্নার রেসিপি শেয়ার করেছেন নতুন ভাইস প্রেসিডেন্ট। এর আগে কয়েকবার তার ভারতীয় রেসিপি দোসা বানানোর ছবিও ভাইরাল হয়। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র সামলানোর গুরুদায়িত্বের অনেকটাই এসে পড়বে কমলার কাঁধে। ওই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন