মাদক কারবারি চক্রের সহিংসতায় জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে গোপন কবর থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
চিয়াপাস রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম এক্সে গুয়াতেমালার নিকটবর্তী কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছেন। অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে।
রামিরেজ শনিবার তার এক্সে জানান, দুর্ভাগ্যবশত, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, অস্ত্র, যানবাহন ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ জনের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
এএফপির তথ্য অনুসারে, মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশপাশে হয়ে থাকে।
দেশটি ২০০৬ সালে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত ও কয়েক লাখ নিখোঁজ হয়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন