গার্দিওলার মাইলফলক ছোঁয়ার ম্যাচে জয়ে ফিরলো ম্যানসিটি

অবশেষে ভুলতে বসা জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ পর জিতলো আকাশী-নীলরা। লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে এটি ম্যানসিটির দ্বিতীয় জয়।

কোচ পেপ গার্দিওলার জন্য এই জয় দারুণ অনুভূতি। কোচিং ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে জয় তেতো মুখের মধ্যে কিছুটা মিষ্টি স্বাদ।

 

সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পাওয়া হামজা চৌধুরীর দল লেস্টারের বিপক্ষে জয়ে টেবিলে দুই ধাপ অগ্রগতি হয়েছে ম্যানসিটির। সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠেছে তারা। ১৯ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৩১।

শীর্ষে থাকার লিভারপুলের চেয়ে এখনো ১৪ পয়েন্ট পিছিয়ে সিটি। যদিও সিটির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে লিভারপুল। ১৮ ম্যাচের অলরেডদের পয়েন্ট ৪৫। ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে রিলেগেশনের দ্বারপ্রান্তে লেস্টার।

 

ম্যাচের পর ‘স্কাই স্পোর্টস’কে গার্দিওলা বলেন, ‘আমাদের সবারই এটা দরকার ছিল। স্বস্তি, এটাই আমাদের সকলের অনুভূতি প্রকাশ করার শব্দ। আমরা অবিশ্বাস্য কিছু করেছি এবং এখন আমরা খেলা জিততে সংগ্রাম করছি। তাই এখন এটি কেবল স্বস্তি।’

লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সিটির হয়ে প্রথম গোল করেন সাভিনহো। ২১ মিনিটে সিটির মিডফিল্ডার ফিল ফোডেনের লং শট লেস্টারের গোলরক্ষক জ্যাকব স্টোলারজকের হাত থেকে ফেরত আসলে কঠিন অ্যাঙ্গেলে দুর্দান্ত শট করে বল জালে জমা করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

৭৪ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোল করেন আরলিং হালান্ড। এবার তাকে অ্যাসিস্ট করেন প্রথম গোল করা সাভিনহো। ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে গোলবারের বাঁ পাশ দিয়ে লেস্টারে জাল কাঁপান নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

 

ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘জিনিসগুলো ঘটে এবং আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং সঠিক জিনিসগুলোতে ফোকাস করতে হবে। স্কোর করা সবসময়ই স্বস্তির এবং এটি ছিল ২-০ গোলে এগিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ গোল।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন