হাকিকুল ইসলাম খোকন,,
মিশিগান স্টেট্ আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত রবিবার,২৮ ডিসেম্বর ২০২৪,স্থানীয় হলিডে ইনের বলরুমে |
আলোচনা সভার মূল আকর্ষণ ছিল বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান | হলভর্তি উপচেপড়া বঙ্গবন্ধুর সৈনিকদের মুহুর্মুহুর শ্লোগান এবং করতালির মাঝে দীর্ঘ এক ঘন্টার উপরে বক্তব্যে তিনি বর্তমান অবৈধ অনির্বাচিত স্বৈরাচারী ইউনুস সরকারের প্রতিহিংসামূলক নির্যাতন , হত্যা , লুটপাটের চিত্র তুলে ধরেন |
তিনি সবাইকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ , স্বাধীনতাবিরোধী সরকারকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়ার আহবান জানান | মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন এর সভাপতিত্বে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসার সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান , সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক প্রমুখ | নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন