যুক্তরাজ্যস্থ ‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ

gbn

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ ,,

যুক্তরাজ্যস্থ ‘বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 

প্রবাসীদের কল্যাণে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য আনুষ্ঠানিকভাবে ট্রাস্টের ৬০ জন প্রতিনিধির হাতে ৪ শতাধিক ‘শাল ও জ্যাকেট’ তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলা উদ্দিন কাদের।
 

 

 

বিশ্বনাথ পৌরসভা এন্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলজার খানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেষ্ঠা কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মূল আলী রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত বাদশা, ট্রাস্টি গৌছ আলী, আব্দুছ ছত্তার, আব্দুল মজিদ, প্রফেসর বাবরুল হোসেন বাবুল, মুমিন খান মুন্না, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষক ইমাদ উদ্দিন, সমাজ সেবক বশির উদ্দিন।
 

এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন