ইংল্যান্ডের দুই ব্যাটারের সঙ্গে বর্ষসেরায় লড়বেন বুমরাহ-হেড

সোনায় মোড়ানো এক বছর কেটেছে হ্যারি ব্রুকের। এ বছর অনেক নতুনের সঙ্গে সাক্ষী হয়েছেন তিনি। যা ব্যাটারদের কাছে স্বপ্নের। সেই সব স্বপ্ন পূরণের পর এবার আরেকটি নতুনের হাতছানি তার সামনে।

 

সারা বছর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার জায়গা পেয়েছেন বর্ষসেরা ক্রিকেটারের তালিকায়। তার মতো এই তালিকায় প্রথমবার জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহও। ৪ জনের সংক্ষিপ্ত তালিকার বাকি দুজন হচ্ছেন ট্রাভিস হেড ও জো রুট। শেষ দুজন আগেও এই তালিকায় জায়গা পেয়েছেন।

তবে কারো ভাগ্য জোটেনি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।

 


 

এবার যেই জিতবেন সেই হবেন নতুন বর্ষসেরা ক্রিকেটার। প্রথমবারের মতো টেস্টে ত্রিপল সেঞ্চুরি পেয়েছেন ব্রুক। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩১৭ রানই করেননি, সারা বছর রান করেছেন তিনি।

১২ টেস্টে করেছেন ১১০০ রান। হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি। এমন অবিশ্বাস্য পারফর‌ম্যান্সের কারণেই প্রথমবারের মতো টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষেও উঠেছিলেন ২২ বছর বয়সী ব্যাটার।

 

যাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন ব্রুক, সেই রুট আবার কিছুদিন পরেই রাজত্ব ফিরে পান। রাজ্যে ফিরে পাওয়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এ বছর রান বন্যা বইয়ে দিয়েছেন টেস্টে।

সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান দুইয়ে তার দখলে। ৬ সেঞ্চুরিতে করেছেন ১৫৫৬ রান।

 

ইংল্যান্ডের দুই ব্যাটার টেস্টে করলেও বাকি দুজন তিন সংস্করণে রাজত্ব করেছেন। ভারতকে ১৩ বছর পর যেকোনো সংস্করণে বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রেখেছেন বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এ বছর ৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫ উইকেট। অন্যদিকে ১৩ টেস্টে নিয়েছেন ৭১ উইকেট। দীর্ঘ সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেই বোলারদের র‌্যাংকিংয়ে ভারতের হয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড গড়েছেন শীর্ষ বোলার। ওয়ানডে অবশ্য খেলেননি তিনি।

33

ছবি : আইসিসি

অবিশ্বাস্য বছর কেটেছে হেডেরও। সব সংস্করণেই ব্যাট হেসেছে তার। ১৫ টি-টোয়েন্টি করেছেন ৫৩৯ রান। আর ৫ ওয়ানডেতে এক সেঞ্চুরিতে করেছেন ২৫২ রান। তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে টেস্টের পারফরম্যান্স। ৯ টেস্টে তিন সেঞ্চুরিতে করেছে ৬০৮ রান।


 

মেয়েদের বর্ষসেরা পুরস্কার র‍্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সংক্ষিপ্ত তালিকায় আছেন- নিউজিল্যান্ডের এমিলিয়া কার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। দর্শক-সমর্থকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বর্ষসেরা নারী-পুরুষ ক্রিকেটার। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আইসিসিরি ওয়েবসাইটে ঢুকে ভোট দিতে পারবেন দর্শক-সমর্থকরা।

ছেলেদের বর্ষসেরার তালিকা (স্যার গ্যারি সোবার্স ট্রফি) : হ্যারি ব্রুক, জাসপ্রিত বুমরা, ট্রাভিস হেড ও জো রুট।

মেয়েদের বর্ষসেরার তালিকা (র‍্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি) : চামারি আতাপাত্তু, এমিলিয়া কার, অ্যানাবেল সাদারল্যান্ড, লরা উলভার্ট।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন