কিংবদন্তির হাত থেকে পুরস্কার নিলেন তরুণ গীতিকবি

বাংলা গানের কিংবদন্তিসম গীতিকবি ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীর হাত থেকে পুরস্কার নিলেন তরুণ গীতিকবি মাহমুদ মানজুর। সমালোচকদের বিচারে বছরের সেরা গীতিকবি হিসেবে পুরস্কৃত হলেন তিনি। কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর ২৩তম আসরে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী রফিকুল আলম।

কেমন ছিল সেই অনুভূতি? জানতে চাইরে মাহমুদ মানজুর বলেন, ‘আমার গান লেখার ক্যারিয়ার ২০ বছরের। এরই মধ্যে শতাধিক গান লিখেছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তবে যে কোনও পদক সৃষ্টিশীল ক্ষেত্রে বেশ অনুপ্রেরণা জোগায়। এই পদক প্রাপ্তি আমার আগামীর সৃষ্টিশীল সংগীতজীবনের অন্যতম প্রেরণা হয়ে থাকবে। আমি সম্মানিত জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে এই পদকের জন্য যোগ্য মনে করেছেন।’
২০২৩ সালে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত ‘অনন্যা’য় ‘আপনজন’ শিরোনামে গানটির জন্য এই স্বীকৃতি পান মাহমুদ মানজুর। ‘আপনজন’ গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ, গেয়েছেন পল্লবী রায়। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর সিনেমাওয়ালার ব্যানারে প্রকাশিত গানটির ইউটিউব ভিউ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি।

 

মাহমুদ মানজুর তার এই প্রাপ্তির জন্য নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সুরকার নাভেদ পারভেজ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ ‘অনন্যা’ নাটকসংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ২৮ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলের বলরুমে ছিল এই পদক প্রদান অনুষ্ঠান। এ দিন ২০২৩ সালে প্রকাশিত নাটক, সিনেমা ও গানের নির্মাতাদের মধ্যে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

২০০২ সাল থেকে গান লিখছেন মানজুর। এরই মধ্যে সিনেমা, নাটক ও স্বাধীন মাধ্যমে শতাধিক গান প্রকাশিত হয়েছে তার। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির তালিকাভুক্ত গীতিকবি তিনি। তার লেখা গান গেয়েছেন রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, কলকাতার শিলাজিৎসহ এই প্রজন্মের কণা, আরফিন রুমি, পড়শী, পিন্টু ঘোষ, জয় শাহরিয়ার, ইমরান, কিশোর, ন্যান্‌সি, বেলাল খান, সন্ধি, কোনাল, রেহান রাসুল প্রমুখ।

 

একক গানের পাশাপাশি মাহমুদ মানজুরের লেখা দুটি পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবাম রয়েছে। নাম ‘ধুলোর গান’ ও ‘পৃথিবীর ক্যানভাস’। তিনি পেশায় সাংবাদিক, কর্মরত আছেন অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে। পুরস্কারের সঙ্গে তাকে দেওয়া হয় স্মারক, সনদ ও একটি মেডেল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন