যৌন নির্যাতন মামলার আপিলে হারলেন ট্রাম্প

শপথ নেওয়ার আগে আবারও আইনি ঝামেলায় পড়লেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প। কলামিস্ট এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানি মামলার আপিলে হেরে গেছেন তিনি। এ মামলায় নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন ম্যানহাটানের ফেডারেল আপিল আদালত।

এ মামলায় গত বছরের মে মাসে ট্রাম্পকে দোষীসাব্যস্ত করেছিলেন একটি আদালত। তবে সে সময় আদালতের জুরি এটিকে ধর্ষণের মামলা হিসেবে উল্লেখ করেননি। রায়ে আদালত যৌন নির্যাতনের দায়ে ট্রাম্পকে ২০ লাখ ডলারের কিছু বেশি ও ক্যারলের মানহানির জন্য আরও ২৯ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

 

এর আগে এ মামলা পুনর্বিচারের জন্য ট্রাম্পের করা আবেদন নাকচ করে দেন আদালত। নতুন আদেশে আদালত বলেন, মামলায় অভিযোগকারীদের সাক্ষ্যসহ সব প্রমাণ নির্ভুলভাবে দাখিল করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। সেই সময়ও এ মামলা চলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, আপিল আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান বলেন, জেন ক্যারল ও আমি দুজনই এই রায়ে সন্তুষ্ট। বাদী পক্ষের যুক্তি যত্নের সঙ্গে বিবেচনা করায় আদালতকে ধন্যবাদ জানাই আমরা।

 

ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি এক বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

পৃথক মানহানির একটি মামলায় ২০১৯ সালের জানুয়ারি মাসে ম্যানহাটানের ফেডারেল আদালত ক্যারলকে ৮৩ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে ট্রাম্পের প্রতি আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প।

 

প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও ২০ বছর আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও মানহানির অভিযোগ তুলেছিলেন ক্যারল। তবে ট্রাম্প বরাবরই সব অভিযোগ নাকচ করেছেন। সেই সঙ্গে দাবি করেন, কখনোই ক্যারলের সঙ্গে দেখা করেননি তিনি। সেসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেছিলেন, ‘সস্তা জনপ্রিয়তা’ পেতে নাটক সাজিয়েছেন ক্যারল।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন