প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। গত ২৯ ডিসেম্বর জিমি কার্টারের মৃত্যুর পর মার্কিন দূতাবাসে এই বই খোলা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোলডিন।
এ সময় প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বলেন তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির জন্য বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস ১৯৮৫ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে তার কাজের গভীর প্রশংসা করেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন