আতশবাজির আলোকচ্ছটায় স্বাগত ২০২৫

আতশবাজি ও আলোক প্রদর্শনীসহ বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ব। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ফানুস উড়িয়ে নানা আলোকচ্ছটায় ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়া হয়। 

গোটা বিশ্বজুড়েই বিভিন্ন দেশ নতুন বছরকে স্বাগত জানানোর নানা প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে চীন, ফিলিপাইন ও মালয়েশিয়াসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো আতশবাজি ও ড্রোন প্রদর্শনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।

তবে রোববার মুয়ান বিমান দুর্ঘটনায় ১৭৯ জন মারা যাওয়ার পরে দক্ষিণ কোরিয়ায় নতুন বছরের উদযাপন বাতিল করা হয়েছে।  আর যুক্তরাজ্য আবহাওয়াজনিত কারণে নতুন বছর উদযাপানের কিছু অনুষ্ঠান বাতিল করা হয়।  

 

থাইল্যান্ডের ব্যাংককের চাও ফ্রায়া নদীতে নতুন বছর উপলক্ষে নৌকায় আলোক প্রদর্শনী

থাইল্যান্ডের ব্যাংককের চাও ফ্রায়া নদীতে নতুন বছর উপলক্ষে নৌকায় আলোক প্রদর্শনী

 

অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন বছরের শুরুতে একটি দর্শনীয় আতশবাজি প্রদর্শন করা হয়। ঘড়ির কাঁটা ১২টা বাজারসেঙ্গে সঙ্গে ফানুস ও আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে সিডনির আকাশ।

বিবিসির প্রতিবেদন বলছে, বিশ্বে সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড। সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে। এরপরই নতুন বছর শুরু হয় জাপানে। টোকিওর তোদাই-জি মন্দিরে ঘন্টাধ্বনি বাজিয়ে বর্ষবরণ করা হয়। এরপর দক্ষিণ কোরিয়া, ভারত ও শ্রীলংকা পর্যায়ক্রমে পা রাখে নতুন বছরে। এসব দেশের পর যুক্তরাজ্যসহ ২৫টি দেশ স্বাগত জানাবে নতুন বছরকে।

 

 নতুন বছরকে বরণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে নৃত্যশিল্পীদের অপেক্ষা

নতুন বছরকে বরণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে নৃত্যশিল্পীদের অপেক্ষা

 

এভাবে বিভিন্ন দেশের পর ব্রাজিল ও আর্জেন্টিনায় কিছুটা দেরিতে নামবে নতুন বছর। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকাগুলো একেবারে সবার শেষে নতুন বছরকে বরণ করবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন