নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকায় পুড়েছে আতশবাজি, উড়েছে ফানুস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টিফার্স্ট নাইট উদযাপন ও খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ বরণ উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে প্রচণ্ড শব্দে আতশবাজি পোড়ানো ও পটকা ফোটানো হয়। একই সঙ্গে কোথাও কোথাও ওড়ানো হয় ফানুস। 

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে যেকোনো ধরনের আতশবাজি পোড়ানো, পটক ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পরও মুহুর্মুহু আতশবাজির ঝলকানিতে নতুন বছরের আগমনকে উদযাপন করা হয়।

পুরান ঢাকায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস ওড়াতে দেখা যায়। এ ছাড়া আকাশে নানা বর্ণের আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানায় পুরান ঢাকার বাসিন্দারা। 

 

খ্রিস্টীয় নববর্ষ উদযাপন সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় রাত ৮টা থেকে থেমে থেমে আতশবাজি পোড়াতে দেখা যায়। বিভিন্ন বাসাবাড়ির ছাদে গানবাজনার আয়োজনও দেখা যায়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন