নিউইয়র্কে সব্যসাচী কবি জুলি রহমান এর ৬০ তম জন্মদিন পালিত

জিবি নিউজ প্রতিনিধি// নিউইয়র্কে গত ২৮ ডিসেম্বর মহা ধূমধামে পালিত হয়ে গেলো সব্যসাচী কবি জুলি রহমান এর ৬০ তম জন্মদিন। তিতাস মাল্টি সার্ভিসেস এর কর্নধার আভার প্রেসিডেন্ট বি মেহের চৌধুরীর উদ্যোগে ব্রঙ্কসের স্টারলিং সারা হোম কেয়া রে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিসতি, ইন্জিনিয়ার মোঃআব্দুল খালেক, বাচিক শিল্পী মোঃ ইলিয়াস হোসেন, কবি কামরুজ্জামান বাচ্চু।
কবিতা পডেন সুধাংসু মন্ডল, মেহের চৌধুরী, কামরুন নাহার রীতা।
বিজয়কে সামনে রেখেই কবি জুলি রহমান করেন গীতি কাব্য বিজয় বীথির কথা। নৃত্যনাট্য ঘরের ইঁদুর কাটে দাওয়া নাম যে রাজাকা। তবলায় সংগত করেন ইকবাল আহমেদ বাবলা।
দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের শিল্পী রুনা রায়, নাসরীন চৌধুরী, ণৃত্য নাট্যের শিলপী শাকিলা, ইকবাল হোসেন বাবলা। গানে নাচে রাত বাড়তেই শুরু হয় কথা।
কথা বলেন অনুষ্ঠান উদ্দোক্তা বি মেহের চৌধধুরী, ইন্জিনিয়ার আব্দুল খালেক, লইয়ার রিজয়ানা রাজ্জাক সেতু। সবাই জুলি রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি সন্চালনা করেন রেজা আব্দুল্লাহ।ফটোসেশনে থাকেন তুষার, গাউন, বাঁধন মমতাজ বিপা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন