সিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল মানুষ ও চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা।

 

 

 

আজ বুধবার (১লা জানুয়ারী) সিলেটের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ছাত্রদল তাদের ঐতিহ্য এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

সিলেট জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যা নেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

 


তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ দেড় দশকের ও বেশি সময় এদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন,গণতন্ত্র,ভোটাধিকার ফিরে পাবার লড়াইয়ে ভুমিকা রাখছেন,দীর্ঘ পঠভুমিতে যে বিপ্লব রচিত হয়েছে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি,ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু উদযাপনের দিন নয়, এটি আমাদের দায়িত্বের স্মরণ করিয়ে দেয়। আমরা চাই সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।

 

মাহফুজুর রহমান রাসেল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি মানবিক সংগঠন যা মানুষের সেবায় নিয়োজিত। আমাদের দল সবসময় নিপীড়িত, বঞ্চিত, এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

 

শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষ এবং চা-শ্রমিকরা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও উষ্ণতার ছোঁয়া এনেছে। এই উদ্যোগ ছাত্রদলের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন