কুশল পেরেরার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বছরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের নেলসনে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে আসালাঙ্কার দল। এতে দীর্ঘ প্রায় ১৮ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি জিতল লঙ্কানরা। 

লঙ্কানদের হয়ে ৪৪ বল সেঞ্চুরি করেছেন কুশল পেরেরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে  শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি এটি। কুশল পেরেরা ভাঙলেন তিলকরত্নে দিলশানের রেকর্ড। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান। 

 


 

৪৬ বলে ১০১ রান করার পথে কুশল পেরেরা শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।

১৩ চার ও ৪ ছক্কার এই ইনিংসটি গড়েন তিনি। কুশল পেরেরা ছাড়াও আসালাঙ্কা (২৪ বলে ৫ ছক্কায় ৪৬) ও ওপেনার কুশল মেন্ডিস (১৬ বলে ২২) করেন। শ্রীলঙ্কা থামে ৫ উইকেটে ২১৮ রানে। জবাবে ৭ উইকেটে ২১১ রান করলে ৭ রানে হারে নিউজিল্যান্ড।

 


 

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ২১৮/৫ (কুশল পেরেরা ১০১, আসালাঙ্কা ৪৬ ; মিচেল ১/৬)।
নিউজিল্যান্ড : ২০ ওভারে ২১১/৭ (রবীন্দ্র ৬৯, রবিনসন ৩৭; আসালাঙ্কা ৩/৫০, হাসারাঙ্গা ২/৩৮)।
ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।
সিরিজ: নিউজিল্যান্ড ২-১ এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল পেরেরা।


ম্যান অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন