বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের

বিপিএলের সেরা বোলিং ফিগারটা এখন তাসকিন আহমেদের। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করে বিপিএলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি এক ম্যাচের সেরা বোলিং স্পেল উপহার দিলেন বাংলাদেশের এক নম্বর পেসার তাসকিন।

এতদিন বিপিএলে সেরা বোলিং ফিগার ছিল পাকিস্তানের ফাস্টবোলার মোহাম্মদ আমিরের। ২০২০ সালের বিপিএলে খুলনার হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আমির।

 

আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দূর্বার রাজশাহীর পেস বোলার তাসকিন ছাড়িয়ে গেলেন আমিরকে। তাসকিনের ম্যাচ ফিগার- ৪-০-১৯-৭। ৪ ওভারে ৭ উইকেট পাওয়া তাসকিন শেষ ওভারে ২ রানে পতন ঘটান ৩ উইকেটের।

আগের ২ ওভারের প্রথম স্পেলে ১৪ রানে ২ উইকেট নেন তিনি। ঢাকার প্রধান ব্যাটিং স্তম্ভ লিটন দাসকে প্রথম ওভারে অফস্ট্যাম্পের বাইরে বাড়তি গতি বাউন্সে পরাস্ত করেন তাসকিন। তার লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এরপর যখনই বোলিংয়ে এসেছেন তখনই ঢাকার ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন রাজশাহীর এই পেসার।

 

তানজিদ তামিম ছিলেন তাসকিনের দ্বিতীয় শিকার। উইকেট থেকে বেরিয়ে তাসকিনকে স্লগ করতে গিয়ে উইকেট কিপার আকবর আলীর গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে লিটন দাসের পার্টনার তানজিদ তামিম। দ্বিতীয় স্পেলে ১ ওভারে ৩ রান দিয়ে আরও ২ উইকেট পতন ঘটান তাসকিন।

 

আউট করেন ঢাকার টপ স্কোরার শাহাদাত হোসেন দিপু (৪১ বলে ৫০) ও শুভাম রানজানেকে (১)। আর শেষ ওভারে ২ রান দিয়ে তাসকিন ফিরিয়ে দেন ঢাকার ৩ লেট অর্ডার চতুরঙ্গ ডি সিলভা (কট বিহাইন্ড), আলাউদ্দীন বাবু (মিড অনে ক্যাচ) ও মুকিদুল মুগ্ধ (বোল্ড)। তাসকিনের এই বোলিং ফিগারটি যে কোনো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সেরা।

বিপিএলে সেরা বোলিং ফিগার উপহার দেয়া তাসকিন যে আজই প্রথম ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন তা নয়। ইতিহাস জানাচ্ছে, বিপিএলে নিজের রাজশাহী কিংসের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট শিকারের রেকর্ড আছে তার। দিনটি ছিল ২০১৬ সালের ১৮ নভেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের পক্ষে ৩১ রানে ৫ উইকেট দখল করেছিলেন তাসকিন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন