আ. লীগকে নিষিদ্ধ করলে ফলাফল ভয়াবহ হবে, ফখরুলের বলে দাবি করা মন্তব্যটি ভুয়া

সম্প্রতি ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ওই দাবিতে মূল ধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগোসংবলিত একটি ফটোকার্ডও প্রচার করা হয়েছে।

‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্যটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, উক্ত শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।

প্রকৃতপক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড সম্পাদনা করে ওই দাবিটি প্রচার করা হয়েছে।

 


 

অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগোসংবলিত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে ওই শিরোনামসংবলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

 

 

তবে ইনডিপেনডেন্ট টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৮ ডিসেম্বর ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এবং ফটোকর্ডটির রংও পরিবর্তন করা হয়েছে।

 

 


 

অনুসন্ধানে আরো জানা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ওই ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। উক্ত ফটোকার্ডসংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়- ‘আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনো দিন রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র।

সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না।’

 

এ ছাড়া উক্ত দাবিসংবলিত কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। 


 

সুতরাং ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন