জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রাজিলের সাও পাওলো রাজ্যের তাগুই শহরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর আল-জাজিরা।
বুধবার (২৫ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে সাও পাওলো পুলিশ জানায়, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই মারা যান। আর বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় এক টেলিভিশন প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে আরো বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কতো তা জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।
স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে গুরুতর জখম যাত্রীদের সহায়তা করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন