ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায়। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

 

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।

 

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন