মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি \ “নেই পাশে কেউ যায়,সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিবন্দী ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা পুরস্কার বিতরণ করা হয়। গতকাল (২রা জানুয়ারি) বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সমাজসেবা দিবসের ২৫এর আনুষ্ঠানিক উ্েধসঢ়;দ্বাধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য ওয়াকাথন বের হয়ে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা বিভাগে উপরিচালক মো: হাবিবুর রহমানের পরিচালনায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। রাষ্ট্র শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

কল্যান রাষ্ট্র মুক্ত আড্ডায় অংশগ্রহন করেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহব্বায়ক বকসি ইকবাল আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল,সমাজসেবা বিভাগে সককারী পরিচালক বারীন্দ্র চন্দ্র অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো: আজমল হোসেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি,ছাত্র শিক্ষক ,সরকারি কর্মকর্তা সেবা গ্রহীতা ও অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন