যুক্তরাজ্য প্রবাসী নেতাদের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি //

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান ও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তোফাজ্জল আলম তোফায়েলসহ যুক্তরাজ্য প্রবাসী নেতাদের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান, মিডিয়া ব্যক্তিত্ব তোফাজ্জল আলম তোফায়েল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শানুর আলী, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের, শেখ তাহির আলী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন শাহ।  

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের উচিত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারীত্ব বজায় রাখা এবং একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যমের উদাহরণ স্থাপন করা। সকলের ঐক্যই বিশ্বনাথের মানুষের আস্থা অর্জনের প্রধান চাবিকাঠি।

এসময় মডেল প্রেসক্লাবের ঐক্যবদ্ধ সাংবাদিকদের প্রশংসা করেন এবং সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায় গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠান শেষে প্রবাসীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য এমআর টুনু তালকদার (আনন্দ টিভি)।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক হেলাল মিয়া, ক্রীড়া সংগঠক কয়েছ শিকদার, ব্যবসায়ী নাসির উদ্দিন, আব্বাস খান, সংগঠক আব্দুন নুর তুষার। প্রেসক্লাবের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), বর্তমান যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (সিলেট প্রতিদিন), সদস্য সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) ও বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন