বিফলে পেরেরার লড়াকু সেঞ্চুরি, টানা দ্বিতীয় জয় খুলনার

ঢাকা ক্যাপিটালকে ২০ রানে হারিয়ে চলতি বিপিএলের দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৩৭ রানে জিতেছিল মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হারলো ঢাকা।

আজ শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রান করে খুলনা। জবাবে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলতে পারে ১৫৩ রান।

 

ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন খুলনা টাইগার্সের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও উইলিয়াম বসিস্টো। ৪৯ রানের জুটি করেন তারা। ১৭ বলে ৩০ রান করে নাইম আউট হলে জুটি ভাঙে। এরপর কিছুটা এলোমেলো হয়ে যায় খুলনার ব্যাটিং লাইনআপ। ৪৪ রান নিতে হারিয়ে ফেলে ৬ উইকেট।

বসিস্টো একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন (২ বলে ১), ইব্রাহিম জাদরান (৬ বলে ০), অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১০ বলে ৮) ও মোহাম্মদ নওয়াজ (৮ বলে ৫)। রানের গতিও কমে যায় অনেকটা। বসিস্টো ২৮ বলে ২৬ রান করে আউট হন।

 

সপ্তম উইকেটে ৪৩ রানের জুটি করেন মাহিদুল হাসান অংকন ও জিয়াউর রহমান। এই জুটিতেই লড়াই করার মতো পুঁজি পাওয়ার ইঙ্গিত দেয় খুলনা। ১৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান জিয়াউর।

শেষ দিকে খুলনাকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে বড় অবদান রাখেন আবু হায়দার। ৮ বলে ২১ রান করে দারুণ ফিনিশিং দেন তিনি। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন নাসুম আহমেদ। এতে ১৭৩ রানের স্কোরকার্ড সাজায় খুলনা।

জবাব দিতে নেমে ৪১ রানে ৬ উইকেট হারায় ঢাকা। দলের জন্য অবদানই রাখতে পারেননি লিটন দাস ( ৩ বলে ২), স্টিফেন এসকিনাজি (১ বলে ০), শাহাদাত হোসেন দিপু ( ৮ বলে ৩), শুভহাম রঞ্জন (১০ বলে ৬) ও আলাউদ্দিন বাবু (৩ বলে ০)।

 

ঢাকার হয়ে একাই লড়াই করেন অধিনায়ক থিসারা পেরেরা। চতুরাঙ্গা ডি সিলভাকে এক প্রান্তে দাঁড় করিয়ে চার-ছক্কা হাঁকাতে থাকেন তিনি। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ব্যাটার। লঙ্কান মারকুটে ব্যাটারের ৬০ বলে ১০৩ রানের ইনিংসটি কোনো কাজে লাগেনি ঢাকার। চলতি বিপিএলে এটি দ্বিতীয় সেঞ্চুরি।

অপরপ্রান্তে ২০ বলে ১১ রানে অপরাজিত থাকেন ডি সিলভা। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন