প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি

সাউথ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার দেশগুলোতে কর্মরত প্রায় তিন লাখ বাংলাদেশির সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে সাউথ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউদার্ন আফ্রিকা। একইসঙ্গে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন চয়ন।

এক স্মারকলিপিতে আমজাদ হোসেন চয়ন বলেন, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে প্রেরণ এবং সংশ্লিষ্ট পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, ই-পার্সপোট সেবা চালু এবং নতুন পাসপোর্ট প্রদান ও নবায়ন ফি কমানো, দূতাবাসে সেবার মান উন্নয়ন এবং দ্রুততর করতে প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, দূতাবাসকে সিন্ডিকেট ও দালালমুক্ত করা, বিমানের টিকিটের দাম কমানোর আহ্বান করা হচ্ছে।

এছাড়াও সাউদার্ন আফ্রিকার যে-সব দেশে দূতাবাস নেই সেসব দেশে অবিলম্বে কনস্যুলেট সেবা চালু, ঢাকার বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি-দুর্ব্যবহার বন্ধ করা এবং বাংলাদেশে সাউথ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে দ্রুত দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় সরকারের কাছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন