নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবরে রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিলের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার বিকেলে সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকায় সড়কে গিয়ে অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যর্থ। তাদের গ্রেপ্তারে পুলিশের কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না।

 

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও করা হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ সময় আন্দোলনকারীদের পক্ষে বোরহান উদ্দিন সিয়াম ২৪ ঘণ্টার মধ্যে জড়িত সবাইকে গ্রেপ্তারে আলটিমেটাম দেন।

অন্যথায় আবারও আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

 

এদিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন কয়েকজন। জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটরসাইকেলে কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রাতেই জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এসংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন