জিবিনিউজ 24 ডেস্ক //
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ থেকে বিয়ার ও অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিকুঞ্জ-২ এর ১৪ নম্বর রোডের ৪০ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কিকি (৩০) ও অ্যামেলিয়া (৪৭)। তাদের কাছ থেকে ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহল জব্দ করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এর ওই বাসায় অভিযান চালিয়ে তাদের ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহলসহ দুইজন নারী ক্যামেরুন নাগরিককে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তাদের আরও সহযোগী সদস্য রয়েছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন