সিলেট বিভাগের বৃহৎ নান্দনিক অডিটোরিয়াম সিকৃবিতে

জিবি নিউজ প্রতিনিধি//

বিভাগের সর্ববৃহৎ ও নান্দনিক অডিটোরিয়াম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উন্মোক্ত করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে মধ্যদিয়ে সিকৃবি প্রশাসন সেটি উন্মোক্ত করে। 

 

 

 

অডিটোরিয়ামটিতে মোট ১১ শ আসন রয়েছে। যা সিলেট বিভাগের কোনো অডিটোরিয়ামে এত আসন নেই বলে জানা গেছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা।

 

সিকৃবি সূত্র জানায়, একযুগ ধরে চলে সিকৃবি’র কেন্দ্রীয় অডিটোরিয়ামের নির্মাণকাজ। প্রকল্প প্রস্তাব অনুযায়ী ২০১৩ সালে অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও গড়ায় ২০২৪ সাল পর্যন্ত। এ ক্ষেত্রে গত প্রশাসনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। 

 

 

সিকৃবি শিক্ষক ও কর্মকর্তারা জানান- বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের নির্মাণ কাজ।

 

 

সিকৃবি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটোরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাহিরেরও যে কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠান সাশ্রয়ী মূল্যে বড় পরিসরে আয়োজন করা সম্ভব। 

 

সিকৃবি ভিসি প্রফেসর ড.  মো. আলিমুল ইসলাম বলেন,  সকলের সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটোরিয়াম নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য  দাবি পূরণ করা সম্ভব  হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে আর তেমন কোনো বেগ পোহাতে  হবে না। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন