মৌলভীবাজারের কমলগঞ্জে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিবি নিউজ প্রতিনিধি//

মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও একটি জাতীয় দৈনিকে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতি কার্যালয়ে পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।
 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় দৈনিকে ‘ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, অভিযুক্তদের জুতাপেটা’ শিরোনামে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদে ব্যবসায়ী সমিতির সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে গত বছরের ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে এক মানসিক ভারসাম্যহীন নারী নয়াবাজারের এক দোকানের বারান্দায় অবস্থান করে। উস্কখুস্ক এবং গরম কাপড় ছোপড় ছাড়া ওই নারী শীতে হিমশিম খেতে থাকে। এই দৃশ্য দেখে বাজারের এক ব্যবসায়ী ওই নারীকে গরম কাপড় ও খাবারের ব্যবস্থা করেন।
 

পরবর্তীতে ঠান্ডার মধ্যে ওই নারীকে পার্শ্ববর্তী মিন্টু মিয়ার গ্যারেজে নিরাপদে আশ্রয় দেন। এর কিছুক্ষণ পর রাতেই মানসিক ভারসাম্যহীন নারী গ্যারেজে থেকে বেরিয়ে মৌলভীবাজার সড়কে হেঁটে চলে যান। এর একদিন পর ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে গুজব প্রকাশ হয়। এর সত্যতা যাচাই না করেই দ্রুত লোকমুখে প্রচার হতে থাকে এবং এক পর্যায়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভ্রান্তিকরভাবে ধর্ষণের প্রচার করেন। বিষয়টির স্থানীয়ভাবে জানাজানি হলে ব্যবসায়িক নেতৃবৃন্দ তাৎক্ষনিক বিষয়টি যাচাই করে ধর্ষণের কোন সত্যতা পাননি।


এই প্রচারের জের ধরেই ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ এর বক্তব্য বিকৃত করে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের সংবাদ প্রকাশ হয়। অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মধ্যদিয়ে মানহানিকর বিষয়ের সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।
 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মন্নান মনোয়ার, বর্তমান সহসভাপতি বদরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বাচ্চু খান, প্রচার সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালিক, সদস্য তাহির মিয়া, ইসতিয়াক আহমেদ সাহান প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন