এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিবিয়ানা শিল্পাঞ্চল শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিবিয়ানা শিল্পাঞ্চল শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) দুপুর ১১টার সময় নবীগঞ্জ  উপজেলার ৪নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রোমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি মাসুম আহমদ জিহাদী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম খসরু'র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ- সভাপতি আজিম উদ্দিন, সহ- সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী, মাহিদ চৌধুরী, মো: আব্দুল মালিক, সিরাজ মিয়া, সিনিয়র সাধারণ সম্পাদক মতচ্ছির রহমান, যুগ্ম সম্পাদক মোঃ চেরাগ আলী, সহ সাধারণ সম্পাদক শামিম আহমদ, মোহাম্মদ নাজিম উদ্দীন, শাহ মোঃ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোশাহিদ মিয়া, খালেদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কুতুব উদ্দিন, ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এস আই সুহরাব, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোঃ ছলিম উদ্দিন, প্রচার ও প্রচারনা সম্পাদক এম মুজিবুর রহমান, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মোছাঃ শামসুন্নাহার, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ পাপিয়া সুলতানা, দপ্তর সম্পাদক হোসাইন আহমদ (ইয়া হেসেন), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রাসেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম,  সাংস্কৃতিক সম্পাদক তরফিক উল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক বুলবুল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল, নির্বাহী সদস্য মোহাম্মদ ছায়েদ হোসেন খাঁন, এমদাদুর রহমান, মোঃ আবু বক্কর মিয়া, মোঃ সামছুদ্দিন হামজা সহ আরো অনেকেই। পরিচয় পর্ব শেষে মানবাধিকার ফাউন্ডেশনের লওগু সম্ভলিত পোষাক, আইডি কার্ড ও বেইজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতি মাসুদ আহমদ জিহাদী তার বক্তব্যে বলেন, আমাদের পরিচয় আমরা মানবিকতারকর্মী। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, সেখানেই আমাদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে৷ মানবাধিকার বিষয়টি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশেষ করে গণমাধ্যমের নিত্য চর্চার বিষয়। এ কারণে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের কাজ সমমুখী। বৈশ্বিক শান্তি, সহাবস্থান, সহযোগিতা ও সর্বাত্মক কল্যাণের জন্যই যথার্থ মানবাধিকার চর্চা প্রয়োজন। মুক্ত গণমাধ্যম ও মানবাধিকার সুরক্ষা একে অপরের পরিপূরক।
সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম খসরু তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় মানবাধিকার নিবিড়ভাবে কাজ করে থাকে। এ পর্যন্ত দেশের যে প্রান্তেই সাংবাদিক আক্রান্ত হয়েছে মানবাধিকার সাথে সাথেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে৷ তিনি আরও বলেন, দেশ- মাটি ও মানুষের কল্যাণে আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন সব সময় অগ্রগ্রামী ভূমিকা পালন করছে৷

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন