ওসমানী বিমান বন্দর থেকে বিভিন্ন এয়ার লাইনের ফ্লাইট চালু ও নো ভিসা ফি বাতিলের দাবীতে লুটনে জনসভা : দাবী না মানলে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট করা হবে

কে এম আবুতাহের চৌধুরী||

ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের দাবীতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনেল এয়ারপোরটের সহযোগিতায়  ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটনের উদ‍্যোগে গত  ২রা জানুয়ারী বৃহস্পতিবার রাতে লুটনের ওয়ালডেক রোডের একটি রেস্তোরায় এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ।সংগঠণের সভাপতি শফিক খুররম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী ,মাহবুবুর রহমান কোরেশী ,মোহাম্মদ আজম আলী ,মাওলানা আব্দুল কুদ্দুছ,সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব ও অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ।সভায় শুভেচ্ছা বক্তব‍্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন ।
সভায় লুটন শহরের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব‍্য রাখেন  সাংবাদিক খালেদ মাসুদ রনি ,এস আই খান  ,শামীম আহমদ ,কাউন্সিলার আজিজুল আম্বিয়া ,সাংবাদিক সুয়েদ করিম ,আব্দুল করিম জলিল,সাজ্জাদ আলী দিলওয়ার ,আবু সায়ীদ জাহাঙ্গীর ,মাওলানা শহীদ আহমদ ,আতাউর রহমান মানিক ,হাজী আব্দুল গনি ,হাজী আখতার হোসেন ,হাজী আব্দুল্লাহ মিয়া ,সুহেল আহমদ ,জাহেদ চৌধুরী ,এমদাদ হোসেন পাভেল ,সৈয়দ দিলওয়ার,মিয়া মোহাম্মদ জামিল ,ফজিলত আলী খান , প্রমুখ ।
সভায় বক্তারা - অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দর থেকে কাতার ,আমিরাত ,সৌদি সহ বিদেশী ফ্লাইট চালু ,নো ভিসা ফি বাতিল ও বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবা  বৃদ্ধির দাবী জানানো হয় ।
সভায় দাবী না মানলে আগামীতে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।সভায় এ দাবী বাস্তবায়নের জন্য বৃটেনের প্রতিটি শহরে সভা ,সমাবেশ ,আলতাব আলী পার্কে মানব বন্ধন ও হাই কমিশন ঘেরাও কর্মসূচীর  সিদ্ধান্ত নেওয়া হয় ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন