সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। নিয়মিতই কাজ করে যাচ্ছেন অভিনয় ও মডেলিংয়ে।
তবে নানা কারণে ভাইরাল হতেও দেখা যায় তাকে। কখনো শব্দ উচ্চারণের ভুলে, কখনো ভুল মন্তব্য করে বিতর্কের মুখে পড়তে হয়েছে লুবাবাকে। একবার ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের স্বীকার হন এই শিশুশিল্পী। গেল বছরের জুলাইয়ে বাংলাদেশের রাজধানী হিসেবে পাবনার নাম বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে পরিণত হন তিনি। অক্টোবর মাসে ভাইরাল হন নিজেকে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে। অনেকে মনে করেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেই ইচ্ছে করে ভুল করেন সিমরিন লুবাবা, তৈরি করেন বিতর্ক।
এবার সিমরিন লুবাবা ভাইরাল হলেন মুখ ঢাকা বোরকা পরে ছবি পোস্ট করে। গেল বছরের শেষদিক থেকে হঠাৎ করে নিজেকে বোরকা ও হিজাব পরে প্রকাশ করেন লুবাবা। এ নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বোরকা পরার জন্য। অনেকে আবার বিষয়টিকে ‘আলোচনায় থাকার চেষ্টা’ দাবি করে কটাক্ষ করেছেন।
তবে ৪ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবি দিয়ে চমকে দিয়েছেন সিমরিন লুবাবা। সেখানে তাকে দেখা গেছ মুখ ঢেকে বোরকা পরে হাজির হতে। আগেও বোরকা পরেছেন তিনি, তবে সেখানে মুখ খোলা ছিল তার। তাই এবার মুখ ঢাকা ছবিতে লুবাবার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। তার পোস্টটি ভাইরাল হয়েছে। ১৪ ঘণ্টার ব্যবধানে তার পোস্টটিতে রিয়েক্ট পড়েছে প্রায় ৯ হাজার। সেটিতে কমেন্ট পড়েছে এক হাজারেরও বেশি। সেই মন্তব্যে আছে ভালো ও মন্দ দুরকম প্রতিক্রিয়াই।
ভাইরাল হওয়া পোস্টটিতে সিমরিন লুবাবা লাভ ইমোজি যোগ করে ক্যাপশন দিয়েছেন, ‘মাশাল্লাহ বলতে ভুলবেন না’। অনেক নেতিবাচক মন্তব্য থাকলেও পোস্টটিতে ‘মাশাল্লাহ’ মন্তব্যের বন্যা বয়ে গেছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন