তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্য

তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্যের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। স্কটল্যান্ডের বিশাল অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং পূর্ব ইংল্যান্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় রেল সংস্থা আজকের আবহাওয়ার বিষয়ে সতর্ক করে জানিয়েছে, এমন আবহাওয়ায় অতিরিক্ত সতর্ক থাকতে ভুলবেন না। ভ্রমণের আগে আবহাওয়ার পরিস্থিতি যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

তুষারপাতের কারণে সাধারণ জীবন-যাপন বিপর্যস্ত হচ্ছে। বার্মিংহাম বিমানবন্দরে তুষার পরিষ্কার এবং নিরাপত্তার কারণে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে আজও বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকতে পারে।

 

তুষারপাতের কারণে বেশ কিছু বিমানবন্দর তাদের রানওয়ে বন্ধ রেখেছে। ম্যানচেষ্টার বিমানবন্দর জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে তাদের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

এদিকে লিভারপুল জন লেনন বিমানবন্দর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, তুষারপাতের কারণে তাদের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। তবে বিমানবন্দরের কার্যক্রম চালু থাকবে। রানওয়ে পরিষ্কারের জন্য কাজ চলছে বলেও জানানো হয়।

 

উত্তরাঞ্চলে রাতভর ভারী তুষারপাত হয়েছে এবং ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ অংশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ ইংল্যান্ড এবং দক্ষিণ ওয়েলসে তুষারপাতের পর বৃষ্টির খবর পাওয়া গেছে।

রোববার ভোরে উত্তর ওয়েলস, উত্তর মিডল্যান্ডস এবং সমগ্র উত্তর ইংল্যান্ডজুড়েই ভারী তুষারপাত হয়েছে। লিডস এবং ইয়র্কসহ অনেক শহরে বর্তমানে প্রায় ৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

 

গত রাতে সবচেয়ে বেশি শীত পড়েছে স্কটল্যান্ডের লোচ গ্লাসকারনচে। সেখানে তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অপরদিকে দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন