গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধুকে হেনস্তার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : 

গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধুকে হেনস্তা করাসহ মারপিট করার অভিযোগে পাওয়া গেছে।  সাবেক অধ্যক্ষ নৃপেন সরকার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এ মারপিটের অভিযোগ উঠে। 

গত বুধবার সকাল গোপালগঞ্জ আইডিয়াল কলেজ ক্যাম্পাজে এ মারপিটের ঘটে। সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে  এমন মারপিট'সহ নানা ঘটনা প্রায়ই ঘটছে ওই কলেজে। 

 

সরেজমিন গিয়ে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া তনি মধু গতকাল বুধবার সকালে নিজ দায়িত্ব পালন করার জন্য কলেজে গেলে নারী কেলেংকারিতে বহিস্কৃত সাবেক অধ্যক্ষ নৃপেন সরকারের বাধায় ও তার সাঙ্গপাঙ্গদের মারপিটের শিকার হয়ে বাড়ী ফিরে যেতে বাধ্য হয়। 

 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধু বলেন, আমি গত বুধবার সকালে কলেজের নিজ অফিস কক্ষে ঢুকতে গেলে বহিষ্কৃত অধ্যক্ষ নৃপেন সরকার ও সহযোগী মনিষ সরকার এবং সুক্তি সরকার  আমাকে ঢুকতে না দিয়ে টেনেহেচড়ে বাইরে নিয়ে আসেন। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাননাশের হুমকি প্রদান করেন। এসময় সুক্তি সরকার আমাকে মারপিটও করে মোবাইল কেড়ে নেয়। পরে একাবাসী আমার মোবাইল উদ্ধার করে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয় এবং আমাকে মারপিট এবং প্রাননাশের হুমকি প্রদান করায় আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি।  

 

এ ব্যাপারে জানতে চাইলে ওই কলেজের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক অসীম সরকার বলেন, নৃপেন সরকারের কোনো এখতিয়ার নাই কলেজে জোর পূর্বক অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করার। তার বিরুদ্ধে অতীতে অনেক অনৈতিক কাজের প্রমাণ পাওয়ায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে তনি মধুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা চাই কলেজটিতে শিক্ষার পরিবেশ বজায় থাকুক।

 

এ ব্যপারে জানতে সাবেক অধ্যক্ষ নৃপেন সরকারের ব্যবহিত মোবাইল নাম্বারে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেন নাই।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন