অতীত দিনের এ দৃশ্য আজ আর চোখে পড়ে না

মিজানুর রহমান মিজান//

বাংলাদেশ ষড়ঋতুর একটি দেশ।সময়ে সময়ে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তিত হয়।গরমের পর আসে শীত।শতের পর গরম এ স্বাভাবিক নিয়মেই চলে।পৌষ-মাঘ এ দু’মাস শীতকাল বলে পরিচিত।অনেক সময় এ দু’মাস ছাড়া ও আগে পরে প্রচুর শীতল বায়ুর প্রভাবে কনকনে শীত অনুভুত হয়ে থাকে।ঘন কুয়াশা পতিত হয়।জনজীবন হয়ে পড়ে বিপর্যস্থ।আগেকার দিনে বাপ-দাদারা শতের সময় খড়কুটা,ন্যারা(ধান কাটার পর জমিতে থাকা ধান গাছের অবশিষ্টাংশ) ইত্যাদি জ্বালিয়ে গ্রামের অনেকজন একত্রে জড়িত হয়ে শীত দুরীভুত,তাড়ানোর প্রচেষ্টা করতেন,বা শীতের প্রকোপ থেকে রেহাই পাবার চেষ্টা করতেন।গ্রামাঞ্চলে শীতকালে এ দৃশ্য যথাতথা দেখা যেত। কেহ কেহ একাকী ও অনেক সময় শীত নিবারণের এ প্রচেষ্টা চালাতেন।কোথাও আবার অনেকজন জড়ো হয়ে শীত তাড়ানোর প্রচেষ্টায় হতেন নিমগ্ন।পরিবর্তনের এ জগতে এ দৃশ্য মোটেই দর্শিত হয় না। যেন অনেক অভিমান নিয়ে দৃশ্যটি গেছে বনবাসে আধুণিকতার স্পর্শছোঁয়ায়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন